উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া (৬৫) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা ও সিএমসি অফিস সহকারী বাবুল মিয়ার পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও তিনি জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা তাদের পাশে আছি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া (৬৫) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা ও সিএমসি অফিস সহকারী বাবুল মিয়ার পিতা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও তিনি জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা তাদের পাশে আছি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বন্দর ভবনের উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয়।
৯ মিনিট আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
২৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে