হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের চাপায় অটোরিকশার চালক সাজু মিয়া নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু মিয়া উপজেলার বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের। তিনি বলেন, অটোরিকশাটি হাফিজপুর গ্রাম থেকে মহাসড়কে ওঠার সময় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-২২৯৬) চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যাযন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

