গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতা ফরিদ সরকার (৪১)-কে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা মুঠোফোনে ডেকে নিয়ে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের কেবিএম ব্রিক্স (ইটখোলা) এলাকায় ফরিদ সরকারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ফরিদ সরকার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি লতিফপুর গ্রামের কেবিএম ব্রিক্স ইটখোলায় মাটি সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘ফরিদ সরকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপি রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
মিছিলে আরো অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন, খোকন প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিহত ফরিদ সরকারের বাড়িতে গিয়ে জানাজায় অংশ নেন। এ সময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

