সৌহার্দ্যের বার্তা দিয়ে বিএনপি প্রার্থীকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ৪২

দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে সৌহার্দ্যের বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। মঙ্গলবার ভোরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেন, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া। বিএনপির মনোনয়ন পাওয়ায় তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাই।’

বিজ্ঞাপন

গণতান্ত্রিক ভাবধারা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত ও দর্শনের রাজনৈতিক দল থাকবে। আমরা নিজেদের আদর্শ জনতার সামনে তুলে ধরব এবং দিনশেষে জনগণই সিদ্ধান্ত নেবে। পারস্পরিক শ্রদ্ধা ও মতপ্রকাশের স্বাধীনতার মাধ্যমে আমাদের আসনকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক রূপে উপস্থাপন করতে চাই।

তিনি দিনাজপুর- ৪ আসনের ভোটারদের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আশা করি, শান্তিকামী মানুষের প্রতিনিধি নির্বাচনে সহযোগিতা অব্যাহত রাখবেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। আল্লাহ হাফেজ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত