
বরিশাল অফিস

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জে এম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশি দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়নপ্রত্যাশি যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আমার দেশকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্টান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত সব নেতারা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যাক্তির পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।
নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদেরকে আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশি নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোধাগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এসময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার আভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।
এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্কৃয়।
বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জে এম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশি দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়নপ্রত্যাশি যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আমার দেশকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্টান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত সব নেতারা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যাক্তির পক্ষে কাজ করার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।
নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদেরকে আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশি নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোধাগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এসময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার আভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।
এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্কৃয়।
বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।

ফরিদুল কবীরের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও এক জোট থাকেন। ধানের শীষ প্রতীক শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে, আমরা মানবো না। সরিষাবাড়ীতে কেউ অশান্তি কইরেন না; ১০ মিনিট টিকতে পারবেন না। আমাদের প্রার্থী শামীম তালুকদারের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করব না।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে। ২২ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেন তিনি।
১১ মিনিট আগে
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বরইতলি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মো. শোহিল (৮) নামে এক রোহিঙ্গা শিশু। সে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের পুত্র।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে