১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

প্রতিনিধি, হাবিপ্রবি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ২১: ২৬

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কমনরুম, বিশ্রামাগার ও নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতসহ ১২ দফা দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রী সংস্থা হাবিপ্রবি শাখা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির পিএস মহিউদ্দিন আহমেদের হাতে তারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রী সংস্থার হাবিপ্রবি শাখার সভানেত্রী মোছা. আয়মনা মুনসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেত্রী।

স্মারকলিপিতে তারা অ্যাকাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য কমনরুমের ব্যবস্থা করা এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, অ্যাকাডেমিক বিল্ডিং-১ ও কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক বিল্ডিংয়ে নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ড. কুদরতি খুদা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের তৃতীয় ও ষষ্ঠ তলায় মেয়েদের জন্য নামাজ রুম ও অজুর ব্যবস্থা করা, টিএসসি সপ্তাহে ৭ দিন চালু রাখা এবং চেয়ার টেবিলের সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণসহ ১২ দফা দাবি জানান।

স্মারকলিপি হস্তান্তর শেষে সভানেত্রী আয়মনা মুনা বলেন, “বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। আমরা চাই একটি নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস। এ জন্যই প্রশাসনের প্রতি আমাদের দাবি— কমনরুম স্থাপন, ছাত্রীদের বিশ্রামাগার, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

আমরা আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। নারী শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত