আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আজও নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

আজও নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯টায় নিকলীতে তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াসে। যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন

এরআগের দিন রোববার নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় চরম শীতের কবলে পড়েছে হাওরাঞ্চলবাসী। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষজন। সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

নিকলী উপজেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রোববারের মতো সোমবারও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। যা আবারো সারাদেশে রেকর্ড করেছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজার্ভার আক্তারুজ্জামান ফারুক জানান, গত কয়েক দিন ধরে কিশোরগঞ্জ জেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তাপমাত্রা আরো নিম্নমুখী হচ্ছে। এ অবস্থা আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন