জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জনাজাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহসভাপতি ছানু সওদাগরের জনাজাতে অংশ নেন তিনি।
জনাজাতে বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক এই পৌর মেয়র।
এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকাল ৩ টায় জেলা কারাগার থেকে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।
সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়ি পৌঁছলে উপস্থিত কয়েক শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এসময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে।
গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

