পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচে শ্রীলঙ্কার সামনে সমীকরণ ছিল- ফাইনালের টিকিট কাটতে জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচ গড়াল শেষ ওভারে। রাওয়ালপিন্ডিতে সব হিসাব চুকিয়ে দিয়েছে লঙ্কানরা। শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানে জিতেছে তারা। ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু তারা ৩ রানের বেশি নিতে পারেনি। শনিবার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ২৩ বলে ৪০ রান ও মিশরার ৪৮ বলে ৭৬ রানের ইনিংসে বড় সংগ্রহের ভীত পায় শ্রীলঙ্কা। সেখান থেকে শেষদিকে জানিথ লিয়ানাগের ২৪ বলে ২৪ এবং দাসুন সানাকার ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ১৮০ পেরোয় শ্রীলঙ্কা।
জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। একে একে ফেরেন সাহিবজাদা ফারহান, বাবর আজম ও ১৮ বলে ২৭ রান করা সাইম আইয়ুব। পঞ্চম উইকেটে সালমান আলি আগা ও উসমান খান মিলে গড়েন ৫৬ রানের জুটি। আগা ৩৫ বলে হাফসেঞ্চুরি করলেও দলের হার এড়াতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৪/৫ (মিশারা ৭৬, মেন্ডিস ৪০, লিয়ানাগে ২৪*; আবরার ২/২৮, সাইম ১/১৯)।
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সালমান ৬৩*, উসমান ৩৩, নেওয়াজ ২৭; চামিরা ৪/২০, মালিঙ্গা ২/৫৪)।
ফল: শ্রীলঙ্কা ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দুষ্মন্ত চামিরা।
শেষ ওভারের রোমাঞ্চ জিতে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচে শ্রীলঙ্কার সামনে সমীকরণ ছিল- ফাইনালের টিকিট কাটতে জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচ গড়াল শেষ ওভারে। রাওয়ালপিন্ডিতে সব হিসাব চুকিয়ে দিয়েছে লঙ্কানরা। শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানে জিতেছে তারা। ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু তারা ৩ রানের বেশি নিতে পারেনি। শনিবার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ২৩ বলে ৪০ রান ও মিশরার ৪৮ বলে ৭৬ রানের ইনিংসে বড় সংগ্রহের ভীত পায় শ্রীলঙ্কা। সেখান থেকে শেষদিকে জানিথ লিয়ানাগের ২৪ বলে ২৪ এবং দাসুন সানাকার ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ১৮০ পেরোয় শ্রীলঙ্কা।
জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। একে একে ফেরেন সাহিবজাদা ফারহান, বাবর আজম ও ১৮ বলে ২৭ রান করা সাইম আইয়ুব। পঞ্চম উইকেটে সালমান আলি আগা ও উসমান খান মিলে গড়েন ৫৬ রানের জুটি। আগা ৩৫ বলে হাফসেঞ্চুরি করলেও দলের হার এড়াতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৪/৫ (মিশারা ৭৬, মেন্ডিস ৪০, লিয়ানাগে ২৪*; আবরার ২/২৮, সাইম ১/১৯)।
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সালমান ৬৩*, উসমান ৩৩, নেওয়াজ ২৭; চামিরা ৪/২০, মালিঙ্গা ২/৫৪)।
ফল: শ্রীলঙ্কা ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দুষ্মন্ত চামিরা।
