আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

জয়দেব চক্রবর্তী, তালা (সাতক্ষীরা)

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে প্রার্থীরা সাধারণ মানুষের মন জয় করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে সাতক্ষীরা-১ আসন গঠিত। প্রচারে সাতক্ষীরা-১ আসনের প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা মুখর হয়ে উঠেছে। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাতীয় পার্টি এবং বাংলাদেশ কংগ্রেস একক প্রার্থী ঘোষণা করেন। প্রার্থীরাও কোমর বেঁধে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে।

সাতক্ষীরা-১ আসন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পাটকেলঘাটা থানা শাখার আমির মাওলানা শেখ রেজাউল করিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এনজিওবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম মাঠ চষে বেড়াচ্ছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৯১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯৯০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯২০ জন এবং হিজড়া ভোটার দুইজন। এরমধ্যে কলারোয়া উপজেলার মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৫৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৪৭৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৫৮৩ জন এবং হিজড়া ভোটার একজন। এছাড়া তালা উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৮৫৫ জন । এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫১৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৩৩৭ জন এবং হিজড়া ভোটার একজন।

জানা গেছে, বিএনপি সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা দলীয় কার্যক্রমে অংশ নিলেও প্রচার থেকে পিছিয়ে আছে। বিভিন্ন সমাবেশে উপস্থিতির হার দেখেই তারা নির্বাচনে শতভাগ পাশের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তৃণমূল পর্যায়ের ভোট পেতে প্রার্থীর কর্মী এবং সমর্থকদের প্রচার তুঙ্গে থাকা দরকার। ইতোমধ্যে বেশ কয়েকটি এলাকায় বিএনপির পক্ষ হতে লিফলেট বিতরণ করা হচ্ছে । তবে জামায়াত এবং বিএনপির ভোটের হিসাব-নিকাশ শুরু হয়েছে। তবে জামায়াত প্রার্থীর পক্ষে তাদের পুরুষ এবং মহিলা নেতাকর্মীরা বিজয়ের তাগিদেই প্রচার চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী বা কর্মী সমর্থকদের প্রচারে তেমন সাড়া পাওয়া না গেলেও বেশ কিছু এলাকায় প্রার্থী নির্বাচনি প্রচার চালাচ্ছেন । এ আসনে জামায়াত এবং বিএনপির প্রার্থীদের মধ্যে চলছে ভোটের জোর প্রচার। জামায়াত এবং বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বিরাজমান। নির্বাচনি বৈতরণী পার হতে শীত এবং ঘন কুয়াশা ভেদ করে প্রার্থীরা প্রচারে অংশ হিসেবে কবর জিয়ারত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মরা বাড়ি থেকে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিয়ে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন। এছাড়া উভয় দলের নেতাকর্মীরা ওয়াজ মাহফিল, নামযজ্ঞ, যাত্রাপালাসহ বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে ভোট ও দোয়া কামনা করছেন।

একাধিক ভোটার জানান, বিএনপির চেয়ে জামায়াত এ আসনে প্রচারে এগিয়ে আছে। বিশেষ করে পতিত আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের ভোট পেতে জামায়াত এবং বিএনপি ভিন্ন ভিন্নভাবে তাদের নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন।

সাধারণ ভোটারদের প্রত্যাশা ত্রয়োদশ সংসদ নির্বাচন বিগত নির্বাচনগুলোর চেয়ে অনেকটা নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ আসন থেকে পাঁচটি দল অংশগ্রহণ করলেও মূলত এ আসনে জামায়াত এবং বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...