উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।
সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ সপ্তাহে কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। রাতভর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরায় আকাশ পরিষ্কার হয়ে দিনের বেলা কুয়াশাচ্ছন্ন মেঘ কেটে গেছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও রোদের প্রখরতা ছিল খুব কম। তবে দুপুরেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীত অব্যাহত রয়েছে।
তেঁতুলিয়া প্রথমম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্র জানায়, দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াচ্ছন্ন আকাশ কেটে গেছে। সকালে সূর্য উঠলেও রোদের প্রখরতা খুব কম। তবে আরও কয়েক দিন তীব্র শীত বজায় থাকবে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

