আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তারের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার শিমলা বাজার এলাকার এক ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার কমরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের পুলিশ কর্মকর্তা মহর আলীর স্ত্রী লিপি আক্তার ২ ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে উপজেলার শিমলা বাজার এলাকায় এক ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী মহর আলী পুলিশের একজন এএসআই এবং বর্তমানে তিনি র‍্যাব-২ এ কর্মরত রয়েছেন। তবে তাদের ২ ছেলে নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় গতরাতে লিপি আক্তার ও তার ১১ বছর বয়সী মেয়ে মিথি ওই বাসায় অবস্থান করছিলো।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে জানালার গ্রিল কেটে বাসায় একদল চোর প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে লিপি আক্তার চিৎকার করেন। এ সময় চোরদের চিনে তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। চোররা আলমারি থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন