আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
ওয়াইফাই ব্যবসা নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার শাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধরা হলেন, হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) এবং দেবহাটার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। দুজনই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শাহিনুরের পেটে গুলির ছররা লেগেছে বলে জানা গেছে।

হাসপাতালে থাকা শাহিনুর বলেন, ভোরে দুটি মোটরসাইকেলে চারজন এসে এলাকায় ওয়াইফাই তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন এগিয়ে গেলে তাদের একজনকে ধরে ফেলেন। এরপর বাকিরা ফিরে এসে গুলি ও বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ করে তাকে ছিনিয়ে নেয়। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ওয়াইফাই ব্যবসার বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে। আটক ব্যক্তিকে ছাড়াতে বিস্ফোরক জাতীয় বস্তু ব্যবহারের প্রমাণ মিলেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত ও আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন