বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা এ দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এ দেশকে আমরা ফুলের মতো দেশে পরিণত করতে চাই।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে মঈন খান বলেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে। কিন্তু এ মত যেন আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টির মাধ্যমে কোনো ধরনের দ্বিধা সৃষ্টি না করতে পারে; সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এ দেশে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছিলেন; যুদ্ধে জয়লাভ করেছিলেন। এ দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন।
দোয়া মাহফিলের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কসহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল ও তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।

