আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীত- ১ আসনে জমিয়ত মহাসচিবের মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীত- ১ আসনে জমিয়ত মহাসচিবের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শায়লা সাইদ তন্বী এর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যদি আল্লাহ চায় তাহলে বিজয় লাভ করবেন। বিজয়ী হলে জনগণের হক শতভাগ বুঝিয়ে দেয়া হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ বিনির্মাণ করবেন। শান্তিপূর্ণ এবং উন্নত এলাকা হিসাবে গঠন করা হবে। সকল শ্রেণিপেশার মানুষ তাদের সকল নাগরিক, মানবিক, সাংবিধানিক, সামাজিক এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে নিরাপদে বাস করতে পারে তা নিশ্চিত করা হবে। এ এলাকায় বেকারত্ব নিরসনে কলকারখানা স্থাপনের মাধ্যেমে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন