
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। সরকার কখনো একদলকে, আবার কখনো আরেক দলকে খুশি করার নীতি গ্রহণ করেছে। ফলে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশাহারা হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের আস্থা স্থাপন করা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান ও কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। বিএনপি–জামায়াত ও এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, এটি অত্যন্ত দুঃখজনক। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিলেন, তারই ছাপ এখনো রয়ে গেছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, নিয়োগ ও বদলিবাণিজ্য এখনো চলছে। মাদক, চাঁদাবাজি ও বেকারত্বের সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঝিনাইদহের যোগাযোগব্যবস্থা করুণ, বিশেষ করে যশোর–ঝিনাইদহ সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়।
অতীতের বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব দলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয় ও জনগণের কাছে সমাদৃত।
সভায় দলটির ঝিনাইদহ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন মঞ্জু। ঝিনাইদহ–১ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ–২ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ–৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জুলাই অভ্যুত্থান বিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ঝিনাইদহ জেলা সদস্য সচিব নাজমুস সাদাত, মাগুরা জেলা আহ্বায়ক ইমরান নাজির ও মেহেরপুর জেলা সমন্বয়ক রফিকুজ্জামান প্রমুখ।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। সরকার কখনো একদলকে, আবার কখনো আরেক দলকে খুশি করার নীতি গ্রহণ করেছে। ফলে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশাহারা হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের আস্থা স্থাপন করা কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান ও কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। বিএনপি–জামায়াত ও এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, এটি অত্যন্ত দুঃখজনক। হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিলেন, তারই ছাপ এখনো রয়ে গেছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, নিয়োগ ও বদলিবাণিজ্য এখনো চলছে। মাদক, চাঁদাবাজি ও বেকারত্বের সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ঝিনাইদহের যোগাযোগব্যবস্থা করুণ, বিশেষ করে যশোর–ঝিনাইদহ সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়।
অতীতের বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব দলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা ছিল প্রশংসনীয় ও জনগণের কাছে সমাদৃত।
সভায় দলটির ঝিনাইদহ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন মঞ্জু। ঝিনাইদহ–১ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ–২ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ–৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জুলাই অভ্যুত্থান বিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ঝিনাইদহ জেলা সদস্য সচিব নাজমুস সাদাত, মাগুরা জেলা আহ্বায়ক ইমরান নাজির ও মেহেরপুর জেলা সমন্বয়ক রফিকুজ্জামান প্রমুখ।

ফরিদুল কবীরের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও এক জোট থাকেন। ধানের শীষ প্রতীক শামীম তালুকদার ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে, আমরা মানবো না। সরিষাবাড়ীতে কেউ অশান্তি কইরেন না; ১০ মিনিট টিকতে পারবেন না। আমাদের প্রার্থী শামীম তালুকদারের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করব না।
৮ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে। ২২ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগকালে সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেন তিনি।
১৫ মিনিট আগে
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বরইতলি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মো. শোহিল (৮) নামে এক রোহিঙ্গা শিশু। সে ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের পুত্র।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে