আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিজ বাড়িতে ২ ভাই খুন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিজ বাড়িতে ২ ভাই খুন

মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হামলাকারী ব্যক্তি।

নিহতরা হলেন—বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল হোসেন (৫৬) এবং ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন বছর খানেক আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

বিজ্ঞাপন

গুরুতর আহত ব্যক্তি হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল হোসেনের বাড়ির পাশে ফসলি জমিতে পূর্বশত্রুতার জেরে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, নিহতদের সঙ্গে জমির উদ্দিনের পূর্ববিরোধ ছিল।

নিহতরা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের বাবা ও চাচা এবং সাবেক পরিবেশমন্ত্রী সাহাব উদ্দিন আহমদের এপিএসের নিকটাত্মীয়। উল্লেখ্য, ৮-৯ মাস আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

বর্তমানে জমির সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন