আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের দপ্তর ও সাহাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুলমত হায়দার (৬২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের আলীবর্দি সড়ক থেকে তাকে আটক করা হয়।

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

বিজ্ঞাপন

আটক জুলমত হায়দার মৃত ফকির উদ্দিন সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ঈশ্বরদী উপজেলা মিল মালিক গ্রুপের সভাপতির দায়িত্বেও ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় রাখা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...