জেলা প্রতিনিধি, পঞ্চগড়
নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে। এরআগে গতকাল বুধবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান আমার ছোট ভাইকে ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।
টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা এবং পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকির চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলার স্থানীয়রা সকালে ৯৯৯ এ জানালে পুলিশ তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
মুফতি মুহিব্বুল্লাহ মাদানী বলেন, গতকাল ভোরে ফজরের নামাজের পর হাটা হাটি করার সময় কযেকজন মানুষ এসে তার মুখ চেপে ধরে একটি এ্যাম্বুলেন্সে তোলে পরে আমি আর কিছু বলতে পারি না, আজ সকালে আমার হুস ফিরে এলে আমি দেখতে পারি আমাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ।
দ্রুতই এই ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে দুপরে পঞ্চগড় জেলা শহরে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সহ-সভাপতি কারী আব্দুল্লাহ।
নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে। এরআগে গতকাল বুধবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান আমার ছোট ভাইকে ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।
টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা এবং পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকির চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলার স্থানীয়রা সকালে ৯৯৯ এ জানালে পুলিশ তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
মুফতি মুহিব্বুল্লাহ মাদানী বলেন, গতকাল ভোরে ফজরের নামাজের পর হাটা হাটি করার সময় কযেকজন মানুষ এসে তার মুখ চেপে ধরে একটি এ্যাম্বুলেন্সে তোলে পরে আমি আর কিছু বলতে পারি না, আজ সকালে আমার হুস ফিরে এলে আমি দেখতে পারি আমাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ।
দ্রুতই এই ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে দুপরে পঞ্চগড় জেলা শহরে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সহ-সভাপতি কারী আব্দুল্লাহ।
আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না; আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে। নিজেদেরকে একজন ত্যাগী ও আদর্শিক দায়ী হিসেবে গড়ে তুলতে হবে।
২৮ মিনিট আগেনেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় প্রথম উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি.। সোমবার কেন্দুয়া উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগেক্লাস শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন খাতায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় লিপিবদ্ধ করেন। এসময় বাচ্চারা জেলা প্রশাসককে ক্লাসে পেয়ে খুবই আনন্দিত হয়েছে।
২ ঘণ্টা আগে২০১৭-২০১৮ অর্থবছরের পৌরকর আপিল রিভিউ বোর্ডে উপস্থাপনের সময় ইছহাক ব্রাদার্সের হোল্ডিংয়ের বিপরীতে ২৬ কোটি ৩৮ লাখ টাকার স্থলে ২০ কোটি টাকা কম দেখানো হয়। একইভাবে ইনকনট্রেন্ড ডিপোর ২৫ কোটি ৬৭ লাখ টাকার কর মাত্র পাঁচ কোটি ৬৭ লাখ টাকা দেখানো হয়। দুই ক্ষেত্রেই ২৬ ও ২৫ কোটির ‘২’ সংখ্যাটি মুছে ফেলা হয়।
৩ ঘণ্টা আগে