জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে না। অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে। যার কারণে ভারত থেকে তিস্তার ন্যায্য হিস্যা পাচ্ছি না। আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা হয়েছে। যারাই দায়িত্ব গ্রহণ করবেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আজকে ফারাক্কার বাধ দিয়ে উত্তরবঙ্গের ৪ কোটি মানুষের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
বুধবার দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের মূল সমস্যা কি? এ দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই। আমাদের অভাব দুর্নীতি মুক্ত সৎ নেতৃত্বের। ৫৪ বছর ক্ষমতায় থেকে তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই সাড়ে ১৫ বছরে লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের সম্পদ ছিলো দেখেই পাচার হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব সমাজে কায়েম হয়, বাংলাদেশ ৩ থেকে ৫ বছরের মধ্যে দুর্নীতি মুক্ত হবে। বিদেশি সিঙ্গাপুর নয় তার চেয়ে অনেক অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাআল্লাহ।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য খুবে গুরুত্বপূর্ণ। আজকে আট দলের যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস জনগণ ইসলামপ্রেমী ও দেশপ্রেমীকে বাছাই করে নিবে ইনশাআল্লাহ্। দেশের মানুষ পরিবর্তান চায়। ২৪ এর ৫ আগস্টের পরে পরিবর্তন শুরু হয়েছি। এই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট মূল্যায়ন জায়গায় দিতে হবে।

