আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে নভেম্বরে ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত, দুইজনের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে নভেম্বরে ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত, দুইজনের মৃত্যু

সিলেটে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সিলেটে মোট ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এই মাসে একদিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

বিজ্ঞাপন

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি আছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৭ জন করে রোগী।

এছাড়া হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন ও সিলেটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন বলে জানা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২৩৮ জনসহ মৌলভীবাজারে ৯৫ জন সিলেটে ৭৮ জন ও সুনামগঞ্জে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

ডা. মো. নাসির উদ্দিন জানান, পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যেকোন সময়েই কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোন সময় ঘুমানোর সময়ই মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন