বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সারা দেশে কোরআন খতম ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমার দেশ প্রতিনিধিরা এ তথ্য জানান।
নোয়াখালী প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেস ক্লাবের এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের নোয়াখালী সংবাদদাতা ডা. মো. বোরহানউদ্দিন।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, গতকাল বোরহানউদ্দিন প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এমএ আকরাম, কাজি রবিউল আলম, কাজি শহীদুল আলম নাছিম, শিহাব উদ্দিন হাওলাদার, সাইদূর রহমান শাহিন, ইউসুফ হোসেন বাচ্চু, এবিএম সিরাজুল ইসলাম, আবুল বাশার ও হাসনাইন প্রমুখ।
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ক্বারীর হাট মোল্যা বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
নরসিংদী প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দল নরসিংদী জেলার উদ্যোগে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন নোমান আহমেদ, নুরুজ্জামান মোল্লা আলতাফ হোসেনসহ প্রমুখ।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কাজিপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল দুপুরে মিলাদ ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক খোরশেদ আলম।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে দোয়া মাহফিলের আয়োজন করে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন (টিইউজে)। গতকাল বাদ জোহর টাঙ্গাইল প্রেস ক্লাব কমপ্লেক্স মার্কেটে ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিলে অংশ নেন শামসাদুল আখতার শামীম, মহব্বত হোসেন, মির্জা মাসুদ রুবল, জুবায়ের মল্লিক বুলবুল, আবু জুবায়ের উজ্জ্বল। দোয়া পরিচালনা করেন মুফতি মনিরুল ইসলাম।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটায় গতকাল বোনারপাড়া রেলওয়ে শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে দোয়ায় অংশ নেন, মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, রফিকুল ইসলাম মনু, জালাল উদ্দিন, রাশেদুল আলম ডিউক, জসিউল করিম পলাশ, নিজামউদ্দিন, হারুন উর রশিদ, রাজু আহমেদ, নুর মোহাম্মদ জনি প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হাটহাজারীতে গত বুধবার বাদ আসর অদুদিয়া মাদরাসার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, আলহাজ নুর মোহাম্মদ, জাকির হোসেন, গিয়াস উদ্দিন চেয়ারম্যান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ।
রাজবাড়ী প্রতিনিধি জানান, গত বুধবার রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে। এতে কাজী বেনজির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন নঈম আনসারী, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব, চৌধুরী আহসানুল করিম হিটু, মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. আনাছুর রহমান।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছে গুণবতী ইউনিয়ন বিএনপি পরিবার। গত বুধবার বাদ আসর ও গতকাল বাদ জোহর বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী হোসেন পন্ডিত, আবদুল জলিল, বেলাল উদ্দিন আশ্রাফী, বেলাল হোসেন, মাহবুবুল হক, মফিজুর রহমান, জোবায়রুল ইসলাম পলাশ, সাইফুল আলম জুয়েল, ইউসুফ হোসেন আরিফ জিয়া, আজাদ আল মাহমুদ, আক্তার হোসেন, মাইন উদ্দিন, জামাল উদ্দিন তখন, আসিফ প্রমুখ।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মোনাজাতে অংশ নেন এমএ হাসান, আবু সাঈদ বিশ্বাস, মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, গাজী সিরাজুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, মঞ্জুর মোর্শেদ, নুরুল ইসলাম খোকা, সদর উদ্দিন, শহীদুল্যাহ শাহীন, ডাবলু। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুর রহমান।
চাটমোহর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার চাটমোহর কালী মন্দিরে গত বুধবার সন্ধ্যায় বিশেষ কীর্তন ও প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়। এতে অংশ নেন শ্রী শম্ভুনাথ কুন্ডু, শ্রী তরুণ কুমার পালসহ পূজা উদযাপন পরিষদের নেতারা প্রার্থনায় অংশ নেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন মাদরাসার শিক্ষক ও আলেম-ওলামারা এসব মাহফিলে অংশ নেন। ক্ষেতলালে সরকারি সাঈদ আলতাফুন্নেসা কলেজ মাঠে তার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

