আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চরফ্যাশনে ২১২ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা

চরফ্যাশনে ২১২ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

তিন দফা দাবিতে সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাশনে ২১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা। কর্মসূচি চলাকালে আজকের বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

এর আগে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের আহ্বানে বুধবার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল আপাতত ১১তম গ্রেড দেওয়া, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়া। বর্তমানে সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে আছেন (শুরুর মূল বেতন ১১ হাজার টাকা)।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতা নজরুল ইসলাম, জহির রায়হান, রফিকুল ইসলাম বাবুল, নেসার নয়ন এক যৌথ বিবৃতিতে বলেন, ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফার দাবি মেনে না নিলে রোববার থেকে চরফ্যাশনের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ বা তালাবদ্ধ এবং শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন