তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৭: ৪১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের সাথে পরিচিতি মতবিনিময় সভা করেছেন।

বিজ্ঞাপন

রোববার বিকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্যের মাঝে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প , পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সংগে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত