দিনাজপুর–০৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ডঃ মুহাদ্দিস এনামুল হকসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, দিনাজপুর-৬ আসনে জনগণের নৈতিক ও আদর্শিক রাজনীতির প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

