বিপিএল শুরুর আগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা কোচ হান্নান সরকারকে করা প্রশ্নের উত্তরে জানান, আগে স্কোয়াড ঘোষণা হোক। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের জন্য এই দুই দেশের ক্রিকেটারদের যাওয়া-আসা নিয়ে হওয়া এই প্রশ্নের জবাবে তিনি এটা বলেন। সেই সময়টা এবার চলে এসেছে। বিপিএলের সিলেট পর্ব শেষে অন্তত সাতজন পাকিস্তানি ক্রিকেটার ফিরে যাবেন। ইতোমধ্যে গত পরশু ঘোষণা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের পাকিস্তান স্কোয়াড। ওই স্কোয়াডে আছেন বিপিএল খেলতে আসা সাত ক্রিকেটার। আগামী ২ জানুয়ারি সিলেট পর্ব শেষে তারা ফিরে যাবেন এই সিরিজ খেলতে। শুধু পাকিস্তান-শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেটার ছাড়া নয়, আসন্ন আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও ক্রিকেটারদের ছাড়তে হবে বিপিএলের দলগুলোকে। আগামী ১৭ জানুয়ারি হতে যাওয়া এই সিরিজের আগে আগামী ১৪ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দিতে বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
কয়েক আসর ধরে বিপিএলে তেমন বড় কোনো নাম খুঁজে পাওয়া দুষ্কর। এবারও হয়নি এর ব্যতিক্রম। অস্ট্রেলিয়ার বিগব্যাশ ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা খেলছেন বিপিএলে। এই দুই লিগে সুযোগ না পাওয়া পাকিস্তান জাতীয় দলের ৭ ক্রিকেটার আছেন বিপিএলে। তারাই এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে বড় তারকা। তাদের বিদায়ে বিদেশি তারকাশূন্য হয়ে পড়বে বিপিএল। তবে আগামী ২ জানুয়ারি তাদের ছেড়ে দিতে হবে শ্রীলঙ্কা সিরিজের জন্য। আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষ হবে আগামী ১২ জানুয়ারি। ফলে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না এই ক্রিকেটারদের।
সিলেট পর্ব শেষে সবচেয়ে বেশি ক্রিকেটার ছাড়তে হবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সকে। তিন দলকেই ছাড়তে হবে দুজন করে ক্রিকেটারকে। রংপুরের হয়ে খেলা ফাহিম আশরাফ ও খাজা নাফে ডাক পেয়েছেন জাতীয় দলে। এর মধ্যে খাজা নাফে প্রথমবার ডাক পেয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের ডেরা ছাড়বেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ আর ঢাকা ক্যাপিটালসের উসমান খান ও সালমান মির্জা ফিরে যাবেন পাকিস্তান। সিলেট টাইটান্সে থাকা সাইম আইয়ুবও ডাক পেয়েছেন জাতীয় দলে। এই সাত ক্রিকেটার দেশে ফিরে যাবেন আগামী ২ জানুয়ারি।
বিপিএল শুরুর আগে বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটারের খেলতে আসার কথা ছিল। তবে নিয়তি বাম! লঙ্কান জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটারই বিপিএলে খেলতে আসেননি। ফলে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে না বিপিএলের দলগুলোকে। তবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আগামী ১৪ জানুয়ারির মধ্যে অর্থাৎ, চট্টগ্রাম পর্ব শেষে আরো চার ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে বিপিএলের দলগুলো। এ দফায় অবশ্য চার দলকে একজন করে ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য কাইল মেয়ার্সকে ছাড়তে হবে রংপুর রাইডার্সকে। এখনো বিপিএলে দলের সঙ্গে যোগ দেননি এই অলরাউন্ডার। আইএল টি-টোয়েন্টি শেষে রংপুর রাইডার্সে যোগ দেবেন তিনি। এছাড়া নোয়াখালী এক্সপ্রেসের মোহাম্মদ নবী, ঢাকা ক্যাপিটালসের মোহাম্মদ নবী, সিলেট টাইটান্সের আজমতউল্লাহ ওমরজাই ও ঢাকা ক্যাপিটালসের রহমানউল্লাহ গুরবাজ।
আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শেষে এই ক্রিকেটারদের বিপিএলে ফেরার সুযোগ থাকছেন না। আগামী ২২ জানুয়ারি শেষ হবে এই সিরিজ। এই দিকে আগামী ২১ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএলের প্লে অফ। তখন শুধু বাকি থাকবে ফাইনাল ম্যাচ।
এ তো গেল বিদেশিদের বিপিএল ছাড়ার ঘটনা। গতকাল চট্টগ্রাম রয়্যালস দলে সকালে যোগ দেন অ্যাডাম রসিংটন। বেলা ১১টায় দলে যোগ দিয়ে দুপুর একটায় মাঠে খেলতে নামেন তিনি। এছাড়া রাজশাহী ওয়ারিয়র্স দলে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম। সব মিলিয়ে ফের বিপিএলে শুরু হয়ে গেল বিদেশি ক্রিকেটারদের যাওয়া-আসার মিছিল।
বিপিএলের মাঝপথে যাদের ছাড়তে হবে
ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নাওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), সাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব (সিলেট টাইটান্স), উসমান খান (ঢাকা ক্যাপিটালস), সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), রহমানউল্লাহ গুরবাজ (ঢাকা ক্যাপিটালস), মোহাম্মদ নবী (নোয়াখালী এক্সপ্রেস), কাইল মায়ার্স (রংপুর রাইডার্স), আজমতউল্লাহ ওমরজাই (সিলেট টাইটান্স)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

