জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং ভবিষ্যতেও ফ্যাসিস্ট সরকার না চাইলে গণভোটে ‘হ্যাঁ ভোট দিন। বাংলার মাটিতে পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে নতুন করে প্রতিষ্ঠা করতে আজ যারা আওয়াজ তুলছেন ১২ তারিখের নির্বাচনে তাদের ‘না’ বলুন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের পেট্রোল পাম্প চত্বরে জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, দুঃশাসন, এক নেতা বা পরিবার ভিত্তিক শাসন ব্যবস্থা চীরতরে উৎখাত করতে ৫ আগষ্টের আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে জন্ম নেয়া এনসিপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, জুলাই চেতনায় আমরা দেশের শাসন ব্যবস্থায় যে সংস্কার চেয়েছিলাম তাতে দেশের একটি বড় দল এখন বাগড়া দিচ্ছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারো বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়।
নাম উল্লেখ না করে একটি দলকে দায়ী করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পরপরই একটি বৃহৎ দলের পক্ষে সারা দেশে নির্বিচারে গণমামলা দায়ের করা হয়েছিল। এসব মামলাকে হাতিয়ার হিসেবে মামলা বাণিজ্য করছেন। যা জনগনের সাথে স্পষ্ট প্রতারণা। তারা এখন ভোটের বিনিময়ে সেসব মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এভাবে দেশে আবারো নতুন করে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। সেই অপচেষ্টা প্রতিহত করতে ১২ তারিখের নির্বাচনে ‘হা’ ভোটের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান।
পদযাত্রায় দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এনসিপির প্রার্থী প্রীতম দাশ স্বৈরাচারী আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে এখানকার চা শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম অংশ নিতে গিয়ে ১শ’ ৩২ দিন জেল খেটেছেন। নির্যাতন-হয়রানীর শিকার হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ এলাকার চা শ্রমিক, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজুরসহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে চা শ্রমিকদের প্রতি ঘণ্টা মজুরি ৬০-টাকা থেকে ১শ’ টাকায় উন্নীত ও তাদের ভুমি অধিকার ফিরিয়ে দেয়া হবে। শ্রীমঙ্গলের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে নজর দেয়া হবে। এখানে একটি বাসস্ট্যান্ড নির্মান, দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত ময়লার ভাগার স্থানান্তরসহ পর্যটন শিল্প উন্নয়ন পদক্ষেপ নেয়া হবে।
এতে প্রীতম দাশ তার বক্তব্যে শ্রীমঙ্গল তথা সিলেটের উন্নয়নে ভুমিকা রাখতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
পদযাত্রায় অন্যন্যের মধ্যে এনসিপি কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার জুনেদ আহমেদ, মনিরা শারমিন, এহতেশামুল হক, এড. তারিকুল ইসলাম, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

