আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চকরিয়ায় সালাহউদ্দিন আহমেদ

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিএনপির অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা বিএনপির অঙ্গীকার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে সব ধর্ম, বর্ণের মানুষ তার নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে- এটাই বিএনপির অঙ্গীকার।

বৃহস্পতিবার চকরিয়ার বরইতলী ইউনিয়নের হিন্দু পাড়ায় নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির ইস্তেহারে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সব দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সব ধর্ম, বর্ণের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি- আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এই দেশে ধর্ম, বর্ণ, জাতের ভিত্তিতে কোন বিভাজন হবে না কিংবা বিভাজন করতে দেয়া হবে না। এদেশে সবার অধিকার সমান। তাই বিএনপির শ্লোগান একটাই- সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, বিএনপি উন্নয়ন অগ্রগতি প্রগতি ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যা বিএনপি অতীতে প্রমাণ করেছে।

বিএনপির এই নেতা বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম থেকেই এদেশের সব ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশে ইতিহাস স্বীকৃত।

এ সময় আরো বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...