আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে

পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন এবং পুলিশকে নিরপেক্ষ হতে হবে। বিগত সরকার সব ইনস্টিটিউটে দলীয় প্রভাব তৈরি করেছিল। এ কারণে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

শনিবার সকালে পটুয়াখালী শহরের সুরাইয়া ভবনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অনেক বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। এবার তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। ইউনুস সাহেবের সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে সরে দাঁড়াতে চান। এ দেশের রাজনীতিবিদরাও তা চান। এখন আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই।

বিএনপির এই প্রার্থী বলেন, তারেক রহমানের বড় ক্যারিশমা হচ্ছে একটি বিশাল দলকে আট হাজার মাইল দূরে থেকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। এটা অভূতপূর্ব ঐতিহাসিক কাহিনি।

তিনি আরো বলেন, আমরা প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের পূর্বে কোনো দান-অনুদান করা যাবে না। তবে নারী ও তরুণদের জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। দেশে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। তবে কোনো বেআইনি কিছু করা যাবে না।

মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, ওয়াহিদ সরোয়ার কালাম, তৌফিক আলী খান ও প্রধান নির্বাচনি এজেন্ট আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...