জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা- ২৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের সমর্থনে গণসংযোগ ও মিছিল করেছে কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামী।
শনিবার সন্ধ্যায় মিছিলটি বেগম রোকেয়া স্মরণীর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সামনে থেকে শুরু কাজীপাড়া ও পূর্ব শেওড়াপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসনিম, কাফরুল পশ্চিম থানা আমির মো. আব্দুল মতিন খান, থানা সেক্রেটারি মাওলানা মো. আতিক হাসান রায়হান, থানা কর্মপরিষদ সদস্য মো. মতিউর রহমান, মো. সাইফুল ইসলাম, নাছিমুল গণি, মো. আমান উল্লাহ আমান প্রমুখ।
থানা সেক্রেটারি মাওলানা মো. আতিক হাসান রায়হান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

