আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জ–১ আসন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

সুনামগঞ্জ– ১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপি প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ভাস্কর রায়, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হাওয়া এবং জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, সোমবার দুপুরে সুনামগঞ্জ– ১ আসনের এমপি পদপ্রার্থী আনিসুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন