আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

সিলেট ব্যুরো

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে অগ্রসৈনিক, জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত বিচার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

নগরীর চৌহাট্টায় থেকে বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভে ইনকিলাব মঞ্চ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো: দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন, তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ শাবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক শোয়েব আহমেদ, মুস্তাফিজুর রহমান, রাকিবুত তাওহীদ ওয়াফি, মহররম মুদ্রাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ড জাতির জন্য গভীর বেদনার। দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন