আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান রোববার

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২২: ২৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধি আব্দুন নূরের নাম প্রতিষ্ঠিত ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি–২০২৪’ এর সম্মাননা আগামী রোববার (৯ নভেম্বর) প্রদান করা হবে।

স্থানীয় এফআইভিডিবি হল রুমে বিকেল ৩টায় এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মেধা বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ, প্রেরণা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত