বগুড়ায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদের কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত শেষে দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম, টি আই (এডমিন) সালেকুজ্জামানসহ বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
শহীদ পরিবারের সদস্য উজ্জ্বল হোসেন জুবায়েল, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমান, মা রোকেয়া বেগম, শহীদ শিমুলের বাবা মজিবুর রহমান, সন্তান মো. সোয়াইব হোসাইন, শহীদ সিয়াম শুভর মা শাপলা খাতুন উপস্থিত ছিলেন। উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শাহাদাত হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

