আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-২ আসনে পোস্টাল ব্যালটে ৪ হাজার ৮৩৮ ভোটার নিবন্ধন

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেট-২ আসনে পোস্টাল ব্যালটে ৪ হাজার ৮৩৮ ভোটার নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ আসনে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৩৮ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪ হাজার ৯৮ জন পুরুষ এবং ৭৪০ জন নারী রয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৮০৯ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২৯ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।

ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য আলাদা গোলাপি রঙের ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান শেষে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এসব পোস্টাল ব্যালট গণনা করা হবে।

এ বিষয়ে যুক্তরাজ্যপ্রবাসী ভোটার শাহীন আলম বলেন,এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছি। প্রবাসে থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই প্রথম ভোট দিতে যাচ্ছি—এটি আমার জন্য আনন্দের ও গর্বের।

নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও কর্মসূত্রে বাইরে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ বাড়বে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন