আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হা‌মিদুর রহমান আযাদ

দাঁড়িপাল্লাকে জেতালে আমরা আপনাদের দা‌য়িত্ব নিতে পারব

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

দাঁড়িপাল্লাকে জেতালে আমরা আপনাদের দা‌য়িত্ব নিতে পারব
ছবি: আমার দেশ

‘দাঁড়িপাল্লা তথা জামায়াত ক্ষমতায় আইলে কুতুব‌দিয়ায় বে‌ড়িবাঁধ-ফেরিঘাট অইব। আপনারা নির্বাচনে দাঁড়িপাল্লাকে জেতানোর দা‌য়িত্ব নিলে আমরা আপনাদের দা‌য়িত্ব নিতে পারব।’

শ‌নিবার দুপুরে কুতুব‌দিয়ার বড়ঘোপ ইউ‌নিয়ন জামায়াত আয়োজিত সুধীজনদের সঙ্গে বেলাভূ‌মি রেস্টুরেন্টের হলরু‌মে মত‌বি‌নিময় সভায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় সহকা‌রী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হা‌মিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা আমির আ স ম শাহ‌রিয়ার চৌধুরী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপ‌তি আবু হেনা মোস্তফা কামাল, বি‌শিষ্ট পর্যটন ব্যবসায়ী আকবর খান, এন‌সি‌পি নেতা ক‌ফিল উ‌দ্দিন, সত্যানন্দ দাশ, চন্দন দাস প্রমুখ বক্তব্য দেন। পরে জামায়াত প্রার্থী এ এইচ এম হা‌মিদুর রহমান আযাদ স্থানীয় ম‌ন্দিরপাড়ায় অ‌গ্নিকা‌ণ্ডে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবারের সঙ্গে কুশল বি‌নিময় ও সাহায্য দেওয়ার প্রতিশ্রু‌তি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...