আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোর্ড পরিচালকের দুর্নীতির অভিযোগ তদন্তে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

বোর্ড পরিচালকের দুর্নীতির অভিযোগ তদন্তে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে সংস্থাটির ইন্টেগ্রিটি ইউনিট। বিসিবির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই সঙ্গে রহমান বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মোখলেসুর।

সদ্য সমাপ্ত বিপিএলের শেষ দিকে মোখলেসুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে সাংবাদিক রিয়াসাদ আজিমের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সামনে আসে, যা তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান সাবেক আইসিসি ইন্টেগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শাল। এরই মধ্যে তার হাতে বোর্ড গঠিত একটি স্বাধীন কমিটির করা আগের বিপিএল মৌসুমে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন রয়েছে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে মোখলেসুর রহমান বিসিবির পরিচালক হন। তিনি দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বোর্ড কাউন্সিলর হন। তবে অভিযোগ ওঠার পর তিনি বিসিবির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এমন এক সময়ে মোখলেসুরের বিরুদ্ধে তদন্ত শুরু হলো, যখন বাংলাদেশ ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে আইসিসির সঙ্গে টানাপোড়েন চলছে।

চলতি মাসে বিতর্কে জড়ানো দ্বিতীয় বিসিবি পরিচালক হলেন মোখলেসুর। এর আগে ১৫ ডিসেম্বর এম নাজমুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এক সংবাদ ব্রিফিংয়ে ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিপিএলের ম্যাচ বয়কট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

পরে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে “মুক্ত” করে দেয়, যদিও তিনি পরিচালক হিসেবেই থেকে যান। নাজমুলকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস বক্সে বসে বিপিএলের ম্যাচ দেখতেও দেখা গেছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন