আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

আগামীকাল ফেনী যাচ্ছেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, ফেনী

আগামীকাল ফেনী যাচ্ছেন তারেক রহমান
ছবি: আমার দেশ

আগামীকাল রোববার ফেনী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৪টায় ফেনী সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

বৃহত্তর নোয়াখালীর তিন জেলার ১৩ আসনে বিএনপির প্রার্থীদের ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। এসব আসনের সব কয়টিতে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। জনসভা মঞ্চে ২০২৪ সালের ৪ আগস্ট সরকার পতনের এক দফা আন্দোলনে আওয়ামী লীগের হামলায় নিহত আটজনের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

জনসভাস্থলে সবার জায়গা হবে না— এমনটি ধরেই শহর ও শহরতলির বিভিন্ন স্পটে ২০টি বড় পর্দা স্থাপন করা হয়েছে। এরই মধ্যে শহরজুড়ে মাইক স্থাপন এবং কোন জেলার নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নেতাকর্মীদের বহন করা যানবাহন কোন স্পটে পার্কিং করা হবে, তা নির্ধারণ করে নিজ নিজ জেলা, থানা ও পৌর কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। তারেক রহমানের জনসভার বার ও সময় জানিয়ে তিন জেলায় চলছে মাইকিং।

তাছাড়া তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন থানা ও পৌর এলাকায় মিছিল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...