চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বেলা পৌনে ১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে ওয়াগন লাইনচ্যুতের কারণ জানা যায়নি।
আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল বলেন, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। ট্রেনটিতে মোট ৩০টি তেলবাহী ওয়াগন ছিল। এর মধ্যে দুটি লাইনচ্যুত হয়েছে। এতে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল আরও বলেন, খুলনা থেকে ছেড়া আসা আমনুরা পাওয়ার প্লান্টগামী ট্রেনটি দুপুর ১২ট ৪৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। ফলে দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহী গামী কমিনিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

