আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

স্পোর্টস ডেস্ক

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মজার ব্যাপার হলো, শীর্ষ ব্যাটার-বোলার হিসেবে নাম লেখাতে পারেননি রাজশাহীর কেউ। তবে ব্যারা বলে সেরা হয়েছেন কারা? দেখে নেওয়া যাক।

সর্বোচ্চ রান করে এবারের আসরের শীর্ষ ব্যাটার হয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৫ রান। এই সময়ে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ইমনের পরেই অবস্থান করছেন রংপুরের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তার রান ৩৮২। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ১০৯। সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।

এই তালিকার শীর্ষ তিনে রয়েছেন চ্যাম্পিয়ন রাজশাহীর তানজিদ হাসান তামিম। ১৩ ম্যাচে তার রান ৩৫৬। সর্বোচ্চ ১০০ রান রয়েছে তার। আজ ফাইনালে দুর্দান্ত শতকটি হাঁকান তিনি। এছাড়া ফিফটির সংখ্যাও একটি। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ১৩ ম্যাচে ৩৫৫ রান করে চতুর্থ শীর্ষ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনিও সেঞ্চুরি করেছেন। এছাড়া একটি ফিফটি রয়েছে তার। সর্বোচ্চ রান ১০১।

রংপুরের ডেভিড মালান ৯ ম্যাচে ৩০০ রান করে পঞ্চম সেরা ব্যাটারের তালিকায় রয়েছেন। সর্বোচ্চ ৭৮ রান আর মোট ফিফটি ৩টি।

এবারের বিপিএলে হয়েছে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন। তার সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে নতুন কীর্তি গড়েন এই পেসার।

শরিফুলের পরই অবস্থান নাসুম আহমেদের। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা এই তারকা বোলার। তার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। তালিকার তিনে আছেন রাজশাহীর রিপন মন্ডল। দুর্দান্ত বল করেছেন এই বোলারও। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এই পেসারের সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট।

নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চতুর্থ সেরা। তার সেরা বোলিং ২৬ রানে চার উইকেট। এছাড়া রাজশাহীর বিনুরা ফার্নান্ডো ১১ ম্যাচে সমানসংখ্যক উইকেট নেন। তার সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট। মোস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছিলেন। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম সেরা মেহেদী হাসান ও আমির জামাল। চট্টগ্রামের দুই বোলারের সেরা বোলিং যথাক্রমে ১২ রান দিয়ে তিনটি ও ৩৪ রানে চার উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন