মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার বিকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন, গোপালগঞ্জ জেলার বিরেন্দ্রনাথ মল্লিকের ছেলে সুজন মল্লিক (২৮), খুলনা জেলার মুস্তাইন ফকিরের ছেলে রাব্বি ফকির (২২), যশোর জেলার শহিদুল ইসলামের ছেলে জিল্লুর রহমানকে (২৭) আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

