আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন দেশ গড়তে পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

নতুন দেশ গড়তে পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের বন্দরগুলোর চারপাশে দীর্ঘদিন ধরে একটি মাফিয়া চক্র গড়ে উঠেছে। একজন মালেক চলে গেলে আরেক মালেক আসে—এভাবেই বছরের পর বছর একই চক্র আধিপত্য বজায় রেখেছে। চল্লিশ বছর ধরে একই ধরনের কর্মকর্তারা একই আচরণ চালিয়ে যাচ্ছেন। নতুন দেশ গড়তে হলে এই পুরোনো ব্যবস্থা ভেঙে নতুনদের সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে নগরীর বোটক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার ৫৩ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এই আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করেই নতুন জাহাজ কেনার সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরন্নাহার চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন