আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীমঙ্গল-কমলগঞ্জে গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব
ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) টানা গণসংযোগ ও ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই তিনি নগর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

নির্বাচনি এই ব্যস্ততায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং উন্নয়ন প্রত্যাশা করে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ দেশে কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন থাকবে না। কোনো মেহনতি মানুষের ওপর জুলুম চলবে না এবং ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না।’

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যটন খাতে যেসব উন্নয়ন প্রয়োজন ছিল, তা বিগত সরকার করতে পারেনি। আমরা কার্যকর উদ্যোগ নেব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সব নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন