৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৪৮ শিশু-কিশোর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১৭: ০৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের জাগ্রত মানবতা'র উদ্যোগে জামাতের সাথে টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে করে ৩৬টি সাইকেল ও ১২টি স্কুল ব্যাগ পেল শিশু-কিশোর। তারা সারপটি উত্তর পাড়া জামে মসজিদ, সারপটি বাগে জান্নাত জামে মসজিদ, সারপটি-তৈয়াসার জামে মসজিদ ও সারপটি মোল্লা বাড়ি মসজিদে নামায আদায় করে এই পুরস্কার লাভ করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাগ্রত মানবতার উপদেষ্টা ও ডায়নামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে জাগ্রত মানবতার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ ইসমাঈল গাজী'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগ্রত মানবতার উপদেষ্টা জাকির হোসেন দুলাল, হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক জাগ্রত মানবতার উপদেষ্টা বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক জাগ্রত মানবতার উপদেষ্টা খোরশেদ আলম, জাগ্রত মানবতার উপদেষ্টা জয়নাল আবেদীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতার সকল উপদেষ্টা, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত