
জাহিদুল করিম কচি, চট্টগ্রাম

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া তিনটি বড় প্রকল্পে উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে অন্তত এক হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয়ের পরও কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি, বরং নানা অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে ব্যয়বহুল প্রকল্পগুলোতে হয়েছে নিম্নমানের কাজ।
বন্দর-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রকল্পগুলোর মাধ্যমে বন্দরের কাঙ্ক্ষিত গভীরতা নিশ্চিত না হওয়ায় এর পরিচালন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা ২০১৩ সালে উদ্বোধন করা হয়। ২০১৬ সালে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয় এবং ২০১৯ সালে পূর্ণ কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বন্দর দিয়ে কয়লা, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানি চলমান রয়েছে।
তিন প্রকল্পে ব্যয়ের পরও উন্নয়ন প্রশ্নবিদ্ধ
পায়রা বন্দরের তিনটি প্রকল্পের ব্যয়ের পরও উন্নয়ন প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। পায়রা বন্দরের তিনটি প্রকল্প হলোÑক্যাপিটাল অ্যান্ড মেনটেইনেন্স ড্রেজিং স্কিম, পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল অ্যান্ড কানেকটিভিটি প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট ফ্যাসিলিটিজ। মোট ব্যয় ধরা হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। কিন্তু কাজের মান ও অগ্রগতি সে অনুযায়ী হয়নি।
ড্রেজিং প্রকল্পে অনিয়ম
ছয় হাজার ৫০০ কোটি টাকার ড্রেজিং প্রকল্পে বেলজিয়ান কোম্পানি জান ডে নুল-এর সঙ্গে সরকারি নিয়ম উপেক্ষা করে ডিপিএম (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে চুক্তি করা হয়। অথচ পিপিএ গাইডলাইনের আওতায় বিদেশি কোম্পানিকে ডিপিএম পদ্ধতিতে কার্যাদেশ দেওয়ার নিয়ম নেই।
এ প্রকল্পে কাজের আওতায় থাকা ৭৫ কিলোমিটারের চ্যানেলের পরিবর্তে মাত্র ৭০ কিলোমিটার ড্রেজিং করা হয়, সেটিও কাঙ্ক্ষিত ৯.৩ মিটার গভীরতায় পৌঁছায়নি। অথচ সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকার কাজ না করেই তুলে নেওয়া হয়েছে অর্থ। বর্তমানে বন্দরের নাব্য ৬ মিটারেও পৌঁছায়নি।
প্রকল্পে পাইলিং কেলেঙ্কারি
চার হাজার কোটি টাকার পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল প্রকল্পে পরিচালক ছিলেন প্রধান প্রকৌশলী (সিভিল) মো. নাসির উদ্দিন। প্রকল্পে স্টিল পাইল ব্যবহারের কথা থাকলেও তা পরিবর্তন করে কংক্রিটের মাধ্যমে পাইলিং করা হয়, ফলে কয়েকশ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, ডিপিপি অনুযায়ী নির্দিষ্ট মানের বালু ব্যবহার না করে নিম্নমানের লোকাল বালু দিয়ে টার্মিনালের ব্যাকআপ ইয়ার্ড ভরাট করা হয়। এতে অতিরিক্ত শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী ও পরিচালকের বিরুদ্ধে।
২০২৪ সালের শুরুতে কাজ শেষ হওয়ার আগেই টার্মিনালের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও তদন্ত কমিটি গঠন করা হয়নি। এতে অভিযুক্ত প্রকল্প পরিচালক নাসির উদ্দিনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধান চলছে।
প্রকল্প ব্যয় বাড়িয়ে সিন্ডিকেট লাভবান
২০১৯ সালে এই তিন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এবং ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ ও ব্যয় একাধিকবার বাড়ানো হয়েছে। কাজের তুলনায় ব্যয় বেড়েছে কয়েকগুণ, আর উন্নয়ন হয়েছে কাগজে-কলমে। প্রকল্পগুলোতে দেশি প্রতিষ্ঠান ইনফ্রাদেব টেকনোলজি লিমিটেড ও কর্ণফুলী শিপইয়ার্ডের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
কর্মকর্তাদের মন্তব্য মেলেনি
পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং সদস্য (প্রশাসন ও অর্থ) পরিমল চন্দ্র বসুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া তিনটি বড় প্রকল্পে উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে অন্তত এক হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। প্রায় ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ব্যয়ের পরও কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি, বরং নানা অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে ব্যয়বহুল প্রকল্পগুলোতে হয়েছে নিম্নমানের কাজ।
বন্দর-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রকল্পগুলোর মাধ্যমে বন্দরের কাঙ্ক্ষিত গভীরতা নিশ্চিত না হওয়ায় এর পরিচালন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা ২০১৩ সালে উদ্বোধন করা হয়। ২০১৬ সালে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয় এবং ২০১৯ সালে পূর্ণ কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বন্দর দিয়ে কয়লা, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানি চলমান রয়েছে।
তিন প্রকল্পে ব্যয়ের পরও উন্নয়ন প্রশ্নবিদ্ধ
পায়রা বন্দরের তিনটি প্রকল্পের ব্যয়ের পরও উন্নয়ন প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। পায়রা বন্দরের তিনটি প্রকল্প হলোÑক্যাপিটাল অ্যান্ড মেনটেইনেন্স ড্রেজিং স্কিম, পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল অ্যান্ড কানেকটিভিটি প্রজেক্ট এবং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট ফ্যাসিলিটিজ। মোট ব্যয় ধরা হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। কিন্তু কাজের মান ও অগ্রগতি সে অনুযায়ী হয়নি।
ড্রেজিং প্রকল্পে অনিয়ম
ছয় হাজার ৫০০ কোটি টাকার ড্রেজিং প্রকল্পে বেলজিয়ান কোম্পানি জান ডে নুল-এর সঙ্গে সরকারি নিয়ম উপেক্ষা করে ডিপিএম (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে চুক্তি করা হয়। অথচ পিপিএ গাইডলাইনের আওতায় বিদেশি কোম্পানিকে ডিপিএম পদ্ধতিতে কার্যাদেশ দেওয়ার নিয়ম নেই।
এ প্রকল্পে কাজের আওতায় থাকা ৭৫ কিলোমিটারের চ্যানেলের পরিবর্তে মাত্র ৭০ কিলোমিটার ড্রেজিং করা হয়, সেটিও কাঙ্ক্ষিত ৯.৩ মিটার গভীরতায় পৌঁছায়নি। অথচ সম্পূর্ণ অর্থ তুলে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় দুই হাজার ৫০০ কোটি টাকার কাজ না করেই তুলে নেওয়া হয়েছে অর্থ। বর্তমানে বন্দরের নাব্য ৬ মিটারেও পৌঁছায়নি।
প্রকল্পে পাইলিং কেলেঙ্কারি
চার হাজার কোটি টাকার পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল প্রকল্পে পরিচালক ছিলেন প্রধান প্রকৌশলী (সিভিল) মো. নাসির উদ্দিন। প্রকল্পে স্টিল পাইল ব্যবহারের কথা থাকলেও তা পরিবর্তন করে কংক্রিটের মাধ্যমে পাইলিং করা হয়, ফলে কয়েকশ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, ডিপিপি অনুযায়ী নির্দিষ্ট মানের বালু ব্যবহার না করে নিম্নমানের লোকাল বালু দিয়ে টার্মিনালের ব্যাকআপ ইয়ার্ড ভরাট করা হয়। এতে অতিরিক্ত শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী ও পরিচালকের বিরুদ্ধে।
২০২৪ সালের শুরুতে কাজ শেষ হওয়ার আগেই টার্মিনালের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও তদন্ত কমিটি গঠন করা হয়নি। এতে অভিযুক্ত প্রকল্প পরিচালক নাসির উদ্দিনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধান চলছে।
প্রকল্প ব্যয় বাড়িয়ে সিন্ডিকেট লাভবান
২০১৯ সালে এই তিন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এবং ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ ও ব্যয় একাধিকবার বাড়ানো হয়েছে। কাজের তুলনায় ব্যয় বেড়েছে কয়েকগুণ, আর উন্নয়ন হয়েছে কাগজে-কলমে। প্রকল্পগুলোতে দেশি প্রতিষ্ঠান ইনফ্রাদেব টেকনোলজি লিমিটেড ও কর্ণফুলী শিপইয়ার্ডের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন।
কর্মকর্তাদের মন্তব্য মেলেনি
পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং সদস্য (প্রশাসন ও অর্থ) পরিমল চন্দ্র বসুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানসহ দলীয় ১৭২ জন ও তিন ‘শ অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধ
৭ মিনিট আগে
টঙ্গী মধুমিতা রোড এলাকার বাসিন্দা আব্দুর রহিম খান কালা বলেন, রাত থেকে চুলায় গ্যাস নেই। তাই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
১৭ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের তারাইল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
৩৩ মিনিট আগে
ভোলার দৌলতখানে নিখোঁজের একদিন পর শাহিন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে সুবেদার মোড় ডগের খালের চর থেকে শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বুধবার বিকেলে প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁ
৩৭ মিনিট আগে