কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা, মহানগর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকেল ৪টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের কাছ থেকে এ ফরম সংগ্রহ করেন তারা।
জসিম উদ্দিনের পক্ষে ফরম সংগ্রহ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুলসহ উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, হাজারো লড়াই সংগ্রামের পর আমরা একটি নির্বাচনের ধারপ্রান্তে এসেছি। আমাদের নেতা তারেক রহমান কুমিল্লা- ৫ আসনে বিএনপি থেকে হাজি জসিম উদ্দিনকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। আমরা আজ তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আপনারা এই আসনে হাজী জসিম উদ্দিনকে বিপুল ভোটে পাশ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অনুরোধ করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

