আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাইক রাইডার নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে মিনি ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে ইব্রাহিম(৫০) নামের এক বাইক রাইডার নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাইকের আরোহী সালাউদ্দিন। তিনি নিহত ইব্রাহিমের স্ত্রীর বোনের ছেলে। নিহত ইব্রাহিম ঢাকা ডেমরার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।

নিহত ইব্রাহিমের সাথে থাকা তার সহযাত্রী সোহেল জানান, সোমবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ৬টি মোটরসাইকেল যোগে তারা ৮ জন বান্দরবনের উদ্দেশ্য রওনা দেয়। বান্দরবন ভ্রমণ শেষে তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। কিন্তু বান্দরবনই যাওয়া হলো না তাদের। কারণ, মঙ্গলবার সকালে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পৌঁছলে হঠাৎ পূর্বদিক (উল্টোপথে) থেকে একটি মিনি ড্রাম ট্রাক সড়কে উঠে চলন্ত মোটর সাইকেলটিকে স্বজোরে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী তাঁর আত্মীয় সালাউদ্দিন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন