কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। গত শুক্রবার রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফের শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করা হয়।
শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে সন্ত্রাসী মিজানের বসত ঘরে তল্লাশি করে বিদেশি একটি পিস্তল, দু’টি দেশি পিস্তল, একটি একনালা বন্দুক, সাতটি গ্রেনেড ৪০ মি.মি. এইচই এমজি-৩, তিনিটি গ্রেনেড ৪০ মি.মি. এইচই এমজি-৪, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, একটি পিস্তল ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তল বল, ২০ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

