আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বরিশালে দোয়া

বরিশাল অফিস

খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বরিশালে দোয়া

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে বরিশাল-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খানের আয়োজনে পৌর বাসভবন চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও বরিশাল -৩(বাবুগঞ্জ মুলাদি ) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খান।

দোয়ার অনুষ্ঠানে আব্দুস ছাত্তার খান বলেন, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

পাশাপাশি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ওসমান হাদির উপর নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও দ্রুত আরোগ্য কামনা করছি।

ছাত্তার খান বলেন, দেশ আজ এক সংকট কাল অতিক্রম করছে। আমরা দেশ মাতা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় নিশ্চিত করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন