আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ভালুকায় দুই বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র ঢাকা-ময়মনসিংহ মহাসড় প্রায় একঘন্টা অবরোধ করে রাখে গামেন্টস শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়। এতে চরম দুর্ভোগে পরে পথচারী ও অফিসগামী মানুষ।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান রোববার সকালে গাজীপুর থেকে পিএ নীট কারখানার শ্রমিকবাহী বাস ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় কারখানায় আসার পথে ময়মনসিংহ গামী সৌখিন পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে। এতে দুই বাসের শ্রমিকদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে সৌখিন পরিবনের শ্রমিকরা গামেন্টস শ্রমিকবাহী বাসের হেল্পার আমিনুলকে জোড় করে তুলে নিয়ে যায়। এঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পিএ নীট কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন